[ প্রসঙ্গ লাতুর ]


লাতুর আবার শিরোনামে
তেইশ বছর পর,
ভূকম্প নয় এবার লাতুর
খরাতে জেরবার।
নেইকো দেখা জলের রেখা
যেদিক পানে চাই,
প্রখর তাপে ভস্ম সবই
মেঘের দেখা নাই।
চতুর্দিকে মাটি ফাটা
শুকনো গাছের মেলা,
পিপাসাতে হৃদয় ফাটে
হায়রে বিধির খেলা।
পিয়াস তরে জলের আশে
অনন্ত পথ চলা,
শুকনো ঠোঁটে মিলায় পিয়াস
তীব্র দহন জ্বালা।
রুক্ষ ভুবন শুস্ক ধরা
যেদিকে যায় দৃষ্টি,
প্রশ্ন শুধাই জননেতায়
এসব কাদের সৃষ্টি?
বিধাতা কি সত্যি নিঠুর
সবই খেলা তাঁর,
অথবা কি এসব খেলা
সবই দেশ নেতার?
হত নাকি মুক্তি খরার
একটু প্রয়াস হলে,
স্বাধীন দেশের অংশ হয়েও
রয় তবু অবহেলে।


[সিঙ্গাপুর, ৩০ সেপ্টেম্বর ২০১৫]
©চিন্ময়


বিঃ দ্রঃ - স্থানীয় সময় ভোর ৩.৫৬ মিনিটে প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে মহারাষ্ট্রের লাতুর ও ওসমানাবাদ জেলা। রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.৪। ১২ কিলোমিটার গভীরে ছিল এই কম্পনের উৎস। দুই জেলার মোট ৫২টি গ্রাম সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। মৃত্যু হয় প্রায় ১০ হাজার মানুষের, আহতের সংখ্যা ছিল প্রায় ৩০ হাজার।