[ প্রথম দেখা ]


তোমার কথা লিখতে বসে
আমার কবিতায়,
খুঁজতে গিয়ে পৌঁছে গেলাম
প্রথম সেদিনটায়।
সেদিন ছিল সোনালি রোদ
ভাসা মেঘের কোলে,
সবুজ ছিল গাছপালারা
সিক্ত ছিল জলে।
পাতার ওপর রবির কিরণ
চোখ ধাঁধানো আলো,
তারই আগায় বিচ্ছুরিত
জল ছিল টল-মলো।
হিমঝুরি আর মিনজিরি-তে
ফুলের শোভা ছিল,
পান্থপাদপ বকফুলেরাও
শোভায় মেতে ছিল।
বৃদ্ধ ছাতিম গগনশিরীষ
উচ্চে মাথা তুলে,
ফুলের বাহার ছড়িয়ে ছিল
আকাশে চোখ তুলে।
মাঠ-ময়দান ভরে ছিল
কাশের ফুলে ফুলে,
হিমেল হাওয়ার পরশ মেখে
উঠছিল তা দুলে।
শিউলি ফুলের সুবাস ছিল
আকাশ বাতাস ভরা,
চোরা চোখের চাহনি ছিল
হৃদয় আকুল করা।
বুকের মাঝে স্বপ্ন রোপন
একচিলতে রেখা,
এদিক ওদিক পথের বাঁকে
একটুখানি দেখা।
মনের মধ্যে জাগিয়েছিলে
কূল ছাপানো ঢেউ,
মন দুটি তায় পড়ল বাঁধা
জানল না আর কেউ।
সময় শুধুই সাক্ষী ছিল
ভালোলাগার মূলে,
খুশীর জোয়ার জেগেছিল
সেদিন প্রতি পলে।
এক লহমা তাকিয়েছিলে
হালকা গ্রীবা তুলে,
প্রেমের আভাস পেয়েছিলাম
প্রেম যমুনার কূলে।
কথার ছিল আদান প্রদান
চোখের ইশারায়,
মনের মাঝেই পেয়েছিলাম
তোমার মনের সায়।
প্রেমের শুরু সেদিন থেকেই
মনের কোণে কোণে,
আজও আছে অক্ষত তা
তোমার আমার মনে।


[কুয়েত, ২৮শে এপ্রিল, ২০১৯]
©চিন্ময়