[প্রথম পরিচয়]


জীবনের পথে তোমারই সাথে
হয়েছিল পরিচয়,
শুধু জেনো তুমি সেই হতে আমি
তোমারই নিশ্চয়।


মনের মাঝারে তোমার হৃদয়ে
লেখা ছিল মোর নাম,
আশা ছিল মনে আগত জীবনে
হবেনাকো বিধি বাম।


একদা বিকালে প্রাণের আকুলে
বলেছিলে মোরে তুমি,
রবে মোর পাশে যত বাধা আসে
ভুলি তা কেমনে আমি।


আমার যা চাওয়া আর যত পাওয়া
সব ছিল তোমা তরে,
পরশে বিভোর সোহাগ আদর
ছিল মোর বুক ভরে।


দিয়েছিলে মোরে শুধু প্রাণ ভরে
অপার্থিব যে সুখ,
সেই সুখে সাথী ওগো সমব্যথী
সদা দেখি তোমা মুখ।


আজ যত মায়া বদলায় কায়া
থাকি একা নির্জনে,
তোমায় না-হেরি কাটে বিভাবরী
একাকী সঙ্গোপনে।


নিরালা যাপন করি সমাপন
একে একে দিন যায়,
তোমার আশায় আর ভরসায়
দিবা-নিশি কাটে হায়।


মন মোর ধায় দূর অজানায়
কেমনে তারে ফিরাই,
মনের তরণী ভাসায়ে এখুনি
হারিয়ে যেতে যে চাই।


[দুবাই, ২৩শে সেপ্টেম্বর, ২০১৯]
©চিন্ময়