শূন্য থেকেই প্রেমের শুরু আকাশ ছোঁয়া পরে
প্রথম প্রেমের ভালোবাসায় জীবন ঋদ্ধ করে।
কুঁড়ির মতই প্রেমের প্রকাশ যায় মিশে সত্ত্বায়
পাপড়ি মেলে সুবাস ছড়ায় মন ভরে সুধায়।
মনেতে ছায় সুখের আবেশ সুরভিত অন্তর
জীবন নদে ভেসে যায় তরী পুলকিত প্রান্তর।
মন অন্দরে বাঁধে বসত সুগভীর ভালোবাসা
মায়াভরা সে প্রেমের সায়রে সতত রয় ভাসা।
নিঝুম আঁধারে অন্তরে জাগে উৎকন্ঠার রাশি
চেতন জুড়ে সদা মনে হয় প্রেম-সায়রে ভাসি।
যত্নে লালন দিবানিশি করি প্রথম ভালোবাসা
সোহাগ ভরে রাখি অন্তরে লালিত সুপ্ত আশা।
মনের মাঝে ডুব দিয়ে তুলি হারানো ছিন্ন সুর
সতত বাঁধি সে ভালোবাসা সেতারে তুলে সুর।


[দুবাই, ১১ই ফেব্রুয়ারি ২০২০]
©চিন্ময়