[ প্রতীক্ষা ]


প্রতীক্ষায় বসে আছে
সারি সারি উদ্বিগ্ন মুখ,
ইতি উতি ঝুলছে এলইডি ডিসপ্লে
বৈদ্যুতিন ডিসপ্লের পর্দায়
নিরন্তর নতুনের ডাক,
দৃষ্টি নিবন্ধ থাকে পর্দায় —
ওই বুঝি এল ডাক।


প্রতীক্ষায় কেটে যায় সময়,
সময়ের সরণি বেয়ে
আচেনা মুখের আনাগোনা।
অবিরাম ঘুরে চলে ঘড়ির কাঁটা,
উৎকন্ঠায় বসে থাকে মন
কখন আসে ডাক।


চেনা অচেনার ভিড়ে
নিজেকে হারাই আমি—
চোখের সামনে দেখি শুধু
যাওয়া আর আসা।
কান্না-হাসির মিশ্র অনুভূতি
নাড়া দেয় মনের আঙিনায় —
একে একে চলে ডাক।


হৃদয় দুয়ার খুলে
ঝাঁপ দিই ভাবনা সমুদ্রে
চেনা অচেনার ভিড়ে
চোখ খুঁজে ফেরে তারে
মনের গভীরে যে রয়েছে বসে —
এই বুঝি পিছু থেকে
আসে তার ডাক।


ভাবনার মাঝে বাইরে তাকাই
খোলা দৃষ্টিতে জগৎ দেখি,
মনের সাদা পাতায়
চলে ভাবনার আঁকিবুঁকি।
অদূরে নির্জন কার্নিশে
কপোত-কপোতি এক
চূড়ান্ত ভালবাসায় আবিষ্ট তারা
ভালোবাসা যেন প্রজাপতির মত
উড়ে বসেছে ওদের গায়ে।
একে অপরে বিভোর ওরা
ঠোঁটের যুগলবন্দীতে
অনাগ্রাসী প্রেম।
টুং টাং শব্দে ঘোর কাটে
ডিসপ্লেতে আসে ডাক।


[দুবাই, ২৯শে জুলাই, ২০১৯]
©চিন্ময়


বিনিদ্র - দুবাই-এ প্রেসিডেন্ট অভিসার জন্যে কেমিক্যাল টেস্ট দিতে গিয়ে বসে থাকা অবস্থায় অবসর সময়ের সদ্ব্যবহার।