[ পুনর্মিলন ]


অন্ধকারের ভিতর থেকে চেনা দুটি হাত—


বাড়িয়ে দিয়ে আমার দিকে
মিষ্টি হাসির তুফান তুলে
চোখের তারায় আবেগ ভরে
বললো ভালোবাসি।


এ যেন এক ফিরে পাওয়া ফেলে কঠিন রাত।


মিষ্টি হাসির দুষ্টুমিতে
বললে আমার কাছে এসে
চোখের তারায় চোখটি রেখে
বড়ই ভালোবাসি।


কিন্তু তুমি জেনে রেখো এটাই আমার ধাত।


পারবোনা আর বদলে যেতে
তোমার মনের সব ইচ্ছেতে
চলবো আমি নিজের মতে
তবুও ভালোবাসি।


পারবোনাকো থাকতে দূরে দিলাম পেতে হাত।


বললে আবার মুচকি হেসে
ভরিয়ে গলা দুষ্টুমিতে
আর বোলোনা বদলে যেতে
কিন্তু ভালোবাসি।


মন মানেনা তোমায় ছাড়া সজল আঁখিপাত।


বুকের ভিতর মুচড়ে ওঠে
কিছুই ভালো লাগেনা যে
মনের ভিতর শুধুই বাজে
তোমায় ভালোবাসি।


এবার তবে বাড়াবে কি তোমার দুটি হাত?


যদিও আবার বলছি জোরে
বদলাবো না তোমার তরে
জানাই তোমায় সত্যি করে
এখনো ভালোবাসি।


পাষাণ হৃদয় পড়ল গলে হলাম কুপোকাত।


অভিমানকে সরিয়ে দূরে
প্রিয়াকে ফের আপন করে
হাত মেলালাম চেনা হাতে
আমিও ভালোবাসি।


হৃদয়ে হৃদয় পড়ল বাঁধা মিলল হাতে হাত।


[দুবাই, ৩রা আগস্ট ২০১৯]
©চিন্ময়