[ পূর্ণতা ]


তোমার কারণে আমার জীবন
কানায় কানায় পূর্ণ,
তোমার ভালোবাসায় আমার
জীবনটা হল ধন্য।
ধন্য আমার প্রাণের চাওয়া
দখিনা মলয় বায়,
জীবনের যত আনন্দ ধারা
তোমার পানেই ধায়।
ধায় যেন মোর ভালোবাসা
আলোর ঠিকানায়,
অসীম শূন্যে মেঘের কোলে
তোমারই ভাবনায়।
ভাবনায় মোর সুরের ছোঁয়া
তোমার সুরের মায়া,
জোছনা রাতে মাধুরী ছড়ায়
কাননে বিজন ছায়া।
ছায়া সুনিবিড় মনের কিনারে
আনন্দ কলতান,
নিঃসঙ্গ রাত ডাক দিয়ে যায়
মনেতে তোলে তুফান।
তুফান ছড়ায় দেহ-মন-প্রাণে
স্নেহের পরশ আর,
জীবনের যত দেয়া-নেয়া ছিল
পূর্ণ হয় আমার।
আমার প্রাণেতে তোমার পরশে
লাগলো খুশি জোয়ার,
জীবনের যত হাসি খুশি আছে
সকলি দান তোমার।


তোমার-ই জন্য আমার জীবন
ষোলো আনা আজ পূর্ণ।।


[কোলকাতা, ২রা সেপ্টেম্বর ২০১৯]
©চিন্ময়
বিঃদ্রঃ - দুবাই ফেরার পথে কোলকাতা থেকে মুম্বাই ফ্লাইটে বসে লেখা।