[ রবি-রোষ ]


সপ্তাহ শেষে আজকে কাজের ছুটি
ঘুম ভেঙে উঠি আলস মাখানো গায়,
জানালার কাঁচ সরিয়ে ভুবন দেখি
প্রকৃতির রোষে একি-এ বিপর্যয়।


জ্বলন্ত রবি ছুঁড়ে দেয় তার রোষ
গনগনে তেজে চারিদিকে হাহাকার,
প্রলয় বুঝিবা গ্রাস করে ধরা আজি
মহাজিদে রবি করে দেবে ছারখার।


প্রখর তাপেতে ভস্ম হয়েছে ধরা
দমকা হাওয়াতে ওড়ে যে বালুর রথ,
শুকনো পাতায় শহর বুঝিবা ঢাকে
হারায় বুঝিবা সেই সে চলার পথ।


থমকে গিয়েছে আজকে চলার গতি
বালুকায় ওই রাজপথ বুঝি ঢাকে
মেঘেরাও বুঝি আজকে নিয়েছে ছুটি,
তপ্ত দুপুরে কোন সে পথের বাঁকে।


আজকে এ-পথে বড়ই প্রখর রোদ
ঝিমিয়ে আছে যে সবুজ ঐ গাছপালা,
দৃষ্টি যে ঢাকা ধূসর বালুকা ঝড়ে
হৃদয়ের মাঝে শুধুই দহন জ্বালা।


খাঁ-খাঁ রোদ্দুরে লোকজন নেই পথে
পার্কিং এ গাড়ি একটানা রোদে পোড়ে,
পাখ-পাখালির দেখা নেই কোনোখানে
গাছ-গাছালিরা জীবন যুদ্ধে লড়ে।


মনের পাতায় তোমারই আনাগোনা
উচাটন-মন বসে থাকে পথ চেয়ে,
বাতায়ন খুলে দূরের পৃথিবী দেখি
যেন ভেসে যাই মনের তরণী বেয়ে।


[দুবাই, ৫ই অগাস্ট ২০১৬]
©চিন্ময় মণ্ডল