[ রোমন্থন ]


গোধূলি লগনে বাতায়ন হতে দেখি
রবির কিরণ দিগন্ত রেখা পরে,
ডুবে যায় ধীরে সুনীল আকাশ হতে
নিয়ে সব আলো আরো এক রাত তরে।
ধীরে ধীরে নামে জমাট আঁধার ঘরে
জ্বলে ওঠে দ্বীপ একে একে কাছে দুরে,
বসে একা ঘরে চরাচর পানে দেখি
গাঢ় আঁধারেতে কেমনে ভুবন ভরে।
কেন চলে গেলে হঠাৎই অনেক দুরে
তাকালেনা আর পিছন পানেতে ফিরে,
ফেলে গেলে স্মৃতি ভরা প্রেম ও প্রীতি,
ভাষা হারা করে ডুবায়ে শোক-সায়রে।
কাছে এসে যদি দূরেতে চলিয়া যাবে
প্রেমের বাঁধনে কেন বেঁধেছিলে মোরে,
কেন যে জাগালে ধূমকেতু সম এসে
বেশ তো ছিলাম একেলা ঘুমের ঘোরে।
ভেবে তোমা কথা ব্যথা পাই হিয়া মাঝে
অবসাদ ভরা কাটে রাত বসে ঘরে,
আযানের ধ্বনি ভোরের বারতা আনে
নিশি অবসানে শেষ প্রহরেতে ধীরে।


[চামরাইল, হাওড়া]
©চিন্ময়