[ রূপান্তর ]


ভালোবাসার রূপান্তরে
মন হয়েছে ভারি,
দ্বন্দ্ব দ্বিধা যা কিছু সব
বিস্ফোরণতো তারি।
সময় সাথে হয়েছে বদল
ভালোবাসার ধরন,
জীবনটাকে মানিয়ে নিয়ে
বাঁচা নিজের মতন।
অভিমানে মলিন যে হয়
ভালোবাসার ধন,
বুঝতে তারে সময় লাগে
লাগে সমান মন।
মনের কোণায় বেঁধে রেখে
উড়িয়ে দিলে তারে,
আবার সেতো আসবে ফিরে
ভালোবাসার দ্বারে।
ভালোবাসার হয়না মরণ
চিরস্থায়ী সেতো,
বাঁধতে চাওয়া যত তারে
হয় সে তত তেতো।
মনের দুয়ার খুলে দিয়ে
উড়লে আকাশ নীলে,
ভালোবাসার মিলবে হদিস
বাঁচার প্রতি পলে।


[দুবাই, ২৭শে আগস্ট ২০১৯]
©চিন্ময়