[রূপকথার গল্প]


এক যে ছিল রাজপুত্তুর
মেঘের ওপর ভেসে
পক্ষীরাজে চড়ে হারায়
অচিন সে এক দেশে।


অচিন দেশে দত্যি দানোর
ভীষণ অনাচার
মানুষ সেথায় ভয়েই জুজু
একবারে জেরবার।


রাজারকুমার এসব দেখে
চায় এর প্রতিকার
পণ করে সে হারিয়ে দানোয়
করবে ন্যায় বিচার।


যেমন ভাবা তেমনই কাজ
প্রচার দিকে দিকে
দত্যি দানোর জুলুম এবার
হয়েই যাবে ফিকে।


রাজারকুমার তাদের দেবে
একটা সুযোগ করে
হার মেনে নেয় যদি তারা
টুঁ-শব্দ না করে।


নইলে বিপদ বাড়বে ওদের
পাবে না কেউ ছাড়
রাজপুত্তুর এক এক করে
করবে সব সাবাড়।


মানতে নারাজ দত্যি দানোয়
লড়াই বাধে জোর
সুদীর্ঘ হয় লড়াই ক্রমেই
রাত পেরিয়ে ভোর।


দেখতে দেখতে হপ্তা কাটে
কমে মনের জোর
মাস পেরবার আগেই কাটে
দত্যি-দানোর ঘোর।


বুঝতে পারে লড়াই জেতা
সহজ তো নয় মোটে
প্রাণ বাঁচাতে হার মেনে নেয়
দত্যি-দানোর জোটে।


শান্তি ফেরে অচিন দেশে
সুখ ফেরে তার সাথে
দত্যি-দানোয় মুখ ঢাকা দেয়
ফেরে বনের পথে।


রাজারকুমার দত্যি-দানোয়
বিজয় করে ফেরে
অচিন পুরে শান্তি আসে
প্রত্যেকেরই ঘরে।।


[দুবাই, ১১ই ডিসেম্বর ২০১৯]
©চিন্ময়