[সাঁঝবাতি]


আকাশ জুড়ে সন্ধ্যা নামে
ঘরে ফেরার বেলা
অংশুমালী ক্যানভাসে তার
ছড়ায় রঙের মেলা।
জটলা করে পাখির দলে
কিচি-মিচির স্বরে
দিনের শেষে বাসায় ফিরে
সান্ধ্য আলাপ ক'রে।
মিষ্টি আলাপ ছড়িয়ে পড়ে
ঘন ঝোপের আড়ে
ধ্যানী সারস দাঁড়িয়ে একা
কালো দিঘির পাড়ে।
শান্ত জলে মগ্ন সারস
আকাশ রঙে ঢলে
চোখের তারায় বন্দী আকাশ
শান্ত দিঘির জলে।
আঁধার মেখে বাতাস বহে
স্নিগ্ধ কোমল সুরে
দিন-শেষের বার্তা জানায়
সাঁঝের বাতি দূরে।
লালের আভা কালোয় ঢাকে
ছায়া ঘনায় আর
বকের পাখায় আলো লুকায়
নিঝুম চারিধার।
পাখির রবে পড়ে যতি
সন্ধ্যা চরাচরে
উতলা প্রাণ অস্তাচলে
বিজন মন ঘরে।।


[দুবাই, ২৩শে জানুয়ারী ২০২০]
©চিন্ময়