[সাথী]


জীবন পথের সাথী তুমি ওগো পরাণ প্রিয়
হৃদয় দুয়ার একটু খুলে প্রাণের ছোঁয়া দিয়ো।
দখিনা বায় লাগুক প্রাণে জুড়াক শত জ্বালা
তোমার লাগি হৃদয় দেখ রয়েছে আজো খোলা।
শ্রান্ত তোমার সিক্ত হৃদয় ভালোবাসায় ঘেরা
সোহাগ যতন সুখে রেখো অন্তর থাক ভরা।
ভগ্ন-হৃদয় সাজাও তুমি নতুন আলোর ভোরে
মুছুক মনের কালিমা সব তমসা যাক সরে।
ভালোবাসার কাঙাল হৃদয় মনটা শিশু পারা
যতন ভরে সাজিয়ে রেখো জেনো ওটাই সেরা।
অভিমানী বুকখানা আজ উজাড় করে দাও
প্রাণের প্রিয় পাগলটাকে নাও গো খুঁজে নাও।
গোপন কথা বলি তোমায় মনের মিতা মোর
হৃদয় দিয়ে মেলাও হৃদয় বাড়বে মনে জোর।
মিথ্যাকে যাও বেবাক ভুলে সমুখ পানে চাও
আত্মার মিল যেথায় পাবে প্রাণ ভরে তায় নাও।
অপূর্ণ থাক কবিতা তোমার তবুও তারে লেখো
জীবন নদীর ধারায় তারে সিক্ত করে রেখো।
নীরব রাতের শ্বাস-প্রশ্বাস ক্ষমাসুন্দর কোরো
চকিত মনের স্বপন কোণে তার ছবিটি ধোরো।
আজকে হৃদয় বলুক কথা কবিতারই ভাষায়
মনেতে থাক একলা আকাশ পরম ভালোবাসায়।
বিপুলা বিশ্বে তোমায় খুঁজে শুরু করি পথ চলা
অমর হবে তোমার আমার হৃদয়ের কথা বলা।


[দুবাই, ২১শে সেপ্টেম্বর, ২০১৯]
©চিন্ময়