[সেরার সেরা]


দুনিয়াদারির মস্ত রাজা হুকুম করেন জারি
এক্ষুণি চাই যা চেয়েছেন রুখতে মহামারী।
নত মাথায় পাঠাতে হবে যা আছে দরকারি
নইলে বিপদ ঘটবে অতি এইটাই হুঁশিয়ারি।
সামন্তরাজ ভাবেন বসে কোন দিক সামলায়
দেশ রাখে না দোস্তি রাখে পড়েন ঝামেলায়।
হুকুম ছিল দেশের জিনিস রপ্তানিতে বারণ
কেমন করে দেবে এখন স্বদেশ জুড়ে মারণ।
অনুগতরা বলেন দেশের চিন্তাতে নেই লাভ
মন যুগিয়ে চলতে পারলে আখেরেতে লাভ।
দেশ চলে যাক রসাতলে ভাবনা বৃথা তাতে
এই সময়ে তেল মাখালে থাকবে গদি হাতে।
অবশেষে যুক্তি বিদায় দেশের মজুত কেড়ে
শিথিল হল বারণ যেটা রাজাকে দেন ছেড়ে।
দুনিয়াদারির রাজা খুশি ধমকে কাজ সারা
পায়ের তলায় লুটিয়ে পড়ে সামন্তরাজ যারা।
লক্ষ্য এখন যেন-তেন আবার আলোয় ফেরা
তৃতীয় বিশ্ব পায়ের ভৃত্য ওরাই সেরার সেরা।


[দুবাই, ৯ই এপ্রিল ২০২০]
©চিন্ময়