[ শান্তা পিসির রোজনামচা ]


আবছা ভোরে চাঁদের আলোর
জোছনা মেখে গায়,
বাগদি পড়ার শান্তা পিসি
রুজির খোঁজে যায়।
দূর আকাশে রাতজাগা চাঁদ
আলস মাখা গায়,
পিসির দিকেই মুখটি তুলে
ঘুম চোখেতে চায়।
এদিক ওদিক চার দিকেতে
নরম বিছানায়,
মানুষ জনায় নাক ডাকিয়ে
আরামে নিদ যায়।
পিসির কপাল এমনি তরো
নয় বিধি সহায়,
এমন সময় ঘুমের কথা
ভাবাও বারণ হায়।
রাতের থেকে চিন্তা পেটের
ওটাই বড় দায়,
আজ জুটেছে কোনও মতেই
কাল কি হবে হায়।
মাথার ওপর আনাজ বোঝা
আদুল দুটি পা'য়,
চাঁদের সাথে পাল্লা দিয়ে
শান্তা পিসি ধায়।
বামুন পুকুর ডাইনে ফেলে
শীতলা তলা বাঁয়,
শিব মন্দির পিছনে ফেলে
হাটের দিকে যায়।
মন ভোলানো চাঁদের শোভা
হালকা ফিকে হয়,
রাতের শেষে দিনের শুরুর
আভাস দিয়ে যায়।
বিরাম বিহীন পিসির চলা
পেটের ভাবনায়,
আনাজ নিয়েই পৌঁছানো চাই
হাট যে দেখা যায়।
পূব আকাশে ঊষার কিরণ
পিসিকে ছুঁয়ে যায়,
থামেনা পিসির চলার গতি
সময় বয়ে যায়।
পেটের জ্বালার বড়ই জ্বালা
মানেনা মন তায়,
আনাজ বেচে জুটবে আহার
ক্ষুধা বড়ই দায়।
এমনি করে দিন শেষ হয়
মাস ফুরিয়ে যায়,
দিনের ছবি হয়না বদল
বছর ঘুরে যায়।
সকালও হয় সাঁঝও নামে
সময় বয়ে যায়,
শান্তা পিসির রোজনামচায়
নেইকো খুশি হায়।।


[কুয়েত, ২৪শে জুন ২০১৯]
©চিন্ময়