[শূন্যের কাছাকাছি]


জন্ম আর মৃত্যুর মাঝামাঝি
এ-এক কঠিন চ্যালেঞ্জ নিয়ে
আধমরা হয়েই বেঁচে থাকা।
ভালোবাসার সুদৃশ্য মোড়কে
মনের অজান্তে অসম লড়াই
চলে নিজেরই সাথে, নিরন্তর।
বাঁচার তাগিদে বারবার মরি
আত্ম-দহনে ঝলসিয়ে গিয়ে
কড়া নাড়ি মৃত্যুর দরজায়।
শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে
মৃত্যুর হাতছানি উপেক্ষা করে
ফের বেঁচে উঠি নতুন ভোরে।


জন্ম আর মৃত্যুর মাঝামাঝি
এই সময়টাতেই বারবার মরি—
অপেক্ষায় থাকি নতুন ভোরের।
জীবনের টানে বেঁচে উঠি ফের
নতুন করে মানে খুঁজি বাঁচার—
পেয়ে যাই বাঁচার নতুন তাগিদ।
মনের অজান্তে স্বপ্ন বাঁধে ঘর
দোল খেলে যায় মনের গভীরে
শুরু হয় মরার জন্যে বাঁচার লড়াই।


[দুবাই, ৩১শে জানুয়ারি, ২০২০]
©চিন্ময়