[শূন্য ছোঁয়া অনুভব]


শূন্যের মধ্যেও অনুভবে পাই
তাঁর নিঃশব্দ পদচারণা।
কখনও প্রখর তাপে বাতাস হয়ে
ঝরা পাতায় মর্মর ধ্বনি তুলে,
কখনও সর্বাঙ্গ ছুঁয়ে যাওয়া
হিমেল বাতাসের পরশে,
কখনওবা ধ্বংসের মাঝেও
নবীন প্রাণের বীজ পুঁতে
সমগ্র সত্তায় আলোড়ন তুলে—
জানিয়ে যায় তাঁর উপস্থিতি।
জন্ম থেকে মৃত্যুর মাঝের
এই পরিমিত সময়টায়
তাঁর অদৃশ্য অঙ্গুলিহেলনে চলে
উত্থান-পতন আর সৃষ্টি-বিনাশ।
অদৃশ্য সুতোর টানে
পুতুল নাচের পুতুলের মত
নেচে চলি আমরা—
এগিয়ে চলি, মোক্ষ লাভের সন্ধানে।


[দুবাই, ১লা ফেব্রুয়ারি, ২০২০]
©চিন্ময়