[শূন্য থেকে মহাশূন্য]


শূন্য থেকে মহাশূন্য—
এর মধ্যেই বিরাজমান
জাগতিক সুখ-দুঃখ, কান্না-হাসি,
চাওয়া-পাওয়া, মায়ার মোহনজাল।
বাউল মন এরই মাঝে খুঁজে ফেরে
প্রেম-পিরিতির অতলান্তিক টান—
গভীরে ডুব দিয়ে পেতে চায়
অমৃতলোকের অমৃতের সন্ধান।
খুঁজে ফেরে জীবনের রহস্য
অনন্তকাল, চিরায়ত সত্যকে।
অজানাকে হৃদয় দিয়ে জানা
আর অচেনাকে চেনার আগ্রহে
ভাবের ঘরে প্রতিনিয়ত চলে
অনুসন্ধান, ঘোরাফেরা।
কাঙ্ক্ষিত মনের মানুষকে চিরকাল
ধরে রাখতে চায় হৃদ মাঝারে,
যতনে লালন করে তাকে।
ধীরে ধীরে সব শেষ হয়—
সময়ের টান আর কালের চক্রে
বিলীন হয় জীবনের যত দেয়া-নেয়া
পড়ে থাকে শুধুই স্মৃতি—
শূন্য আর মহাশূন্যের মাঝে।


[দুবাই, ৫ই ফেব্রুয়ারি, ২০২০]
©চিন্ময়