[শূন্যতা ও প্রেম]


শূন্যতার কি অপর নাম প্রেম!
মাঝে মাঝে প্রশ্ন জাগে মনে।
প্রেম বিহনে হৃদয়ের গভীরে
যখন হাহাকার জাগে—
বুকের ভেতরটা শূন্যতায়
প্রতিনিয়ত দুমড়ে মুচড়ে
খাঁ খাঁ করতে থাকে,
অব্যক্ত বেদনায় মন প্রাণ
হয়ে থাকে আচ্ছন্ন—
প্রশ্ন জাগে ঠিক তখনই।


প্রেমই কি ডেকে আনে শূন্যতা
নাকি শূন্যতা ডাকে প্রেমকে!
কেবলই তাড়া করে ফেরে
আমায়, এই জটিল প্রশ্ন—
নাড়া দিয়ে যায় মনকে।
মনের গহীনে ডুব দিয়েছি, অনেক
কতবার প্রশ্ন করেছি নিজেকে
সদুত্তর পাইনি আজও।


কে কাকে ডেকে আনে,
এ খোঁজ বুঝি নিরন্তর।
কালের স্রোতে গা ভাসিয়ে
অনুসন্ধান করেছি তাকে
আপন হৃদয় দিয়ে,
শূন্য হাতে ফিরেছি, বারেবার।
প্রেম হারিয়ে মানবকে
ডুবতে দেখেছি চরম হতশায়—
ভেসে যেতে দেখেছি
শূন্যতার করাল গ্রাসে,
হাতড়িয়ে ফিরতে দেখেছি
মনের গহীনে প্রকৃত প্রেমকে,
সেই অসীম শূন্যতায়।
তবুও জানা হয়নি আজও
প্রেমই কে ডেকে আনে শূন্যতা!!!!


[দুবাই, ৩রা ফেব্রুয়ারি, ২০২০]
©চিন্ময়