[সিন্ধুকণা]


মালয় সাগর তীরে
অনুভবে পেয়েছি তারে
আপন অন্তরে।
বিষন্ন দুটি আঁখি ঘিরে
অবনত চাহনি ছিল হৃদয় গভীরে,
শিথিল পীতবাস পরে
দাঁড়িয়ে ছিল সে একা সিন্ধুর তীরে।


সিন্ধুকণা বলি তারে
সুনীল জলধি পারে
আভরণহীন ভাবে নাচিছে লহরে।
একেলা নিঝুম ঘরে
অনুভবে সাগরিকারে
দুলে দুলে ওঠে একা ঢেউয়ের মিনারে।
নেই তাড়া পারাপারে
তাই একা পারাবারে
উদাসী সিন্ধুকণা নাচে ধীরে ধীরে।


সহসা প্রলয় নাচে সাগরের তীরে
চকিতে তরাসভরে
দোলা দিয়ে অন্তরে
তরঙ্গ ফুঁসিয়া পড়ে উপল প্রান্তরে।
পীতবাস ফুলে ওঠে ধীরে
দখিনা মলয় বয় মালয়ের তীরে
দুলে ওঠে সিন্ধুকণা খুশি ভর করে
সফেন সুনীল পারাবারে।


দোদুল দোলায় ধীরে
সিন্ধুকণা খেলা করে
একমনে দেখি তারে নয়ন ভরে।


[দুবাই, ১৪ই ডিসেম্বর ২০১৯]
©চিন্ময়