[সংবাদ প্রতিদিন]


নৈরাজ্যের রাজধানীতে চলছে খেলা বেশ
ভুয়ো কথার কারসাজিতে ডুবছে শুধু দেশ।
লোক দেখানো ধর্ম-আবেগ উগ্রতা ভরপুর
জাতীয়তাবাদ তকমা এঁটে সওদা পচা সুর।
ষড়যন্ত্রের নক্সাটার ওই শিকড় গেছে গেঁড়ে
ষড়যন্ত্রীরা ডঙ্কা বাজায় কেবল গলা ছেড়ে।
হায়রে কপাল জনগণের নড়ল টনক শেষে
ভুলের মাসুল দিচ্ছে এখন যাঁতা কলে পিষে।
সাধের খালে কুমির এনে বুঝছে হাড়েহাড়ে
পাল্টে গদি ফেঁসেছে সব গেছে কপাল পুড়ে।
ভরসা ছিল আকাশ ছোঁয়ার উন্নয়নে ভাসার
পাওয়ার খাতে লবডঙ্কা সবই দেখি বেকার।
হবু রাজায় ডিগবাজি খায় গবু মন্ত্রীও দোসর
দেশের নামে দশের ক্ষতি চলছে লুটের আসর।
ভেকধারীদের মেলা এখন যেদিক পানে চাও
বাঁচতে চাইলে ওদের দাবি ওদের ধ্বজা বও।
গলা মেলাও ওদের সাথেই বাড়াও সমর্থন
প্রতিবাদটা ভুলে গিয়ে আজ্ঞা করো পালন।
ওদের পথে পা মেলালেই থাকবেনা টেনশন
সজাগ হলেই কপালে জুটবে মন্দ হে বন্ধুগণ।
কিন্ত এসব যাবে না তো বলা সাবধান জনগণ
দেশদ্রোহী তকমা জুটবে মনে রেখো অনুক্ষণ।


[কুয়েত, ৯ই জানুয়ারি ২০২০]
©চিন্ময়