[স্তব্ধ কলম]
(নবনীতা দেবসেনের প্রতি শ্রদ্ধার্ঘ্য)


থমকে গেল আজকে সময়
রইল শুধুই চোখের জল
ভালোবাসার বারান্দাটায়
স্তব্ধ বাতাস নীরব পল।


মুখ ঢাকল সোনালী রোদ
ঢাকল ছায়ায় এ বনতল
এক পৃথিবী ঢাকল শোকে
রইল পড়ে ফুলের দল।


কর্কট এসে জুটল বসে
দেহ ভেঙেও মন অটল
লেখায় তবু নেইতো যতি
অফুরান তার মনের বল।


হার না মানা প্রত্যয় আজ
থামালো চলা থামল কাল
স্তব্ধ কলম আঁধার ঘরে
আজকে স্মৃতিই যে সম্বল।।


[দুবাই, ৭ই নভেম্বর ২০১৯]
©চিন্ময়