[ সুখের সন্ধান ]


একটু সুখের সন্ধানেতে
উৎস মুখে এগিয়ে যাওয়া,
মন জানালায় উঁকি দিয়ে
সুখের হদিস খুঁজতে চাওয়া।
উৎস হতে উৎসারিত
পবিত্র সেই মুক্ত ধারায়,
ক্লেদ আর গ্লানি ভরে যে যায়
চলার পথের আবর্জনায়।
উৎস হতে বিলীন চক্রে
নিজের লক্ষ্যে অনড় থাকা,
কলুষতা সরিয়ে দুরে
সুখের পানে এগিয়ে থাকা।
মনকে ধরে শক্ত হাতে
যতনে তায় করলে লালন,
সৃষ্টি মাঝে বজায় থাকে
সঠিক সেথায় অনুশাসন।
কল্পনাতে থাকুক দিশা
জ্ঞানের আধার মন যেন হয়,
হৃদয় দুয়ার খুলে দেখো
সুখের চাবির হদিস সেথায়।
বাঁধন খোলা মুক্ত সে মন
পরম সুখের সেইযে আধার,
বিলিয়ে দেখো জগৎ মাঝে
সার্থক হবে জীবন তোমার।


©চিন্ময় মণ্ডল