[ স্বাধীনতা মানে ]


স্বাধীনতা মানে ভোর থেকে উঠে
প্রভাত ফেরিতে মাতা,
স্বাধীনতা মানে গানে বাজনায়
একসাথে পথ হাঁটা।
স্বাধীনতা মানে পতাকা তোলন
লজেন্স চুইনগাম,
স্বাধীনতা মানে অবাধ প্রেমের
অলিখিত এক নাম।
স্বাধীনতা মানে আঁধারেতে আলো
প্রগতির আলোচনা,
স্বাধীনতা মানে পাড়া ফুটবলে
নতুন উদ্দীপনা।
স্বাধীনতা মানে দুবেলা দুমুঠো
ভাত কাপড়ের আশা,
স্বাধীনতা মানে অলীক স্বপনে
প্রতিনিয়তই ভাসা।
স্বাধীনতা মানে কলে মজদুরি
শিশু শ্রমিকের বেশে,
স্বাধীনতা মানে অবাধ শোষণ
পরিত্রাতার বেশে।
স্বাধীনতা মানে বুক ভরা গ্লানি
হৃদয়ে দহন জ্বালা,
স্বাধীনতা মানে স্বরাজের নামে
পরাধীনতার মালা।
স্বাধীনতা মানে দেশপ্রেমি আর
শহীদ স্মরণ করা,
স্বাধীনতা মানে সংগ্রামী ছেড়ে
নেতাকে বরণ করা।
স্বাধীনতা মানে দেশের প্রগতি
দুনিয়াতে তুলে ধরা,
স্বাধীনতা মানে শুধু রাজনীতি
চমকে চমকে ভরা।
স্বাধীনতা মানে দেশের বেসাতি
লুণ্ঠিত যত আশা,
স্বাধীনতা মানে মোহভঙ্গের
আলোচনা মাঝে ভাসা।
স্বাধীনতা মানে বিবেকের টানে
পুরানো বিষাদ ভোলা,
স্বাধীনতা মানে ভেদাভেদ ভুলে
পুরানো স্রোতেই চলা।
স্বাধীনতা মানে বৎসর ভরা
হতাশার মালা গাঁথা
স্বাধীনতা মানে মনের গভীরে
আরবার ফিরে দেখা।


[দুবাই, ১৪ই আগস্ট ২০১৯]
©চিন্ময়