[স্বপ্ন প্রদীপ]


জীবন পথে কুড়িয়ে পাওয়া
ছিন্ন কিছু তান,
তাই নিয়ে আজ মনের কোণে
আমার স্বাভিমান।
বন্ধু তুমি মিত্র আমার
প্রাণের অধিক প্রিয়,
সকল কাজে সকল চলায়
সঙ্গ তুমি দিও।
চিরজীবন সুখের স্মৃতি
বহন করেই চ'লো,
ভুল কিছু বা থাকেও যদি
দোহাই তারে ভুলো।
স্বপ্ন মিশুক তোমার আমার
দোঁহের মনের 'পরে,
লুকিয়ে থাকা কালের আঁধার
যাক দূরে যাক সরে।
সুখের চাবি খুলুক তোমার
স্বপন-পুরীর দ্বার,
মন ছাপিয়ে প্রাণে উঠুক
কূল ভাসানো জোয়ার।
ভরসা থাকুক ভালোবাসায়
থাকুক খুশির রেশ,
জীবন ভরুক আনন্দে আর
দূরে থাকুক দ্বেষ।
তোমার আমার স্বপ্নে ফুটুক
পূবে ভোরের আলো,
প্রভাত রবি ছড়াক আভা
ঘুচিয়ে সকল কালো।
উত্তরণের সিঁড়ির ধাপে
জ্বলুক জ্ঞানের আলো,
জগৎ জুড়ে ব্যাপ্তি ঘটুক
সরিয়ে মনের কালো।
অস্ত-রবি যাক ডুবে যাক
ফেলে রেখে যাক প্রভা,
অনন্তকাল সাঁঝের প্রদীপ
ছড়াক সেই-সে আভা।
কুলুঙ্গির ওই সেঁজুতিটায়
কাটুক সাঁঝের কালো,
মন আঙিনায় আমায় নিয়ে
স্বপ্ন প্রদীপ জ্বালো।


[দুবাই, ২৭শে ফেব্রুয়ারী ২০১৭
©চিন্ময়