[টান]


সাগর পারের নাবিক আমি
একলা চলি ভেসে
ঢেউয়ের সাথে সুখ দুঃখের
গল্প করি বসে।
ঘরের কোনো নেই ঠিকানা
নেইকো তার টান
জলের সাথেই আমার যেন
গভীর নাড়ী টান।
জলই আমার মনের সাথী
জলই হল প্রাণ
সময় কাটে শুনি যখন
ওদের কলতান।
একলা আমি যখন উদাস
আমায় থাকে ঘিরে
ইশারাতে ডাকে আমায়
খুশীতে দেয় ভরে।
সঙ্গে ঘোরে শুশুক মহল
ভালোবাসার টান
ওদের সাথে সময় কাটে
শোনায় ওরা গান।
ওরাই আমার প্রাণের প্রিয়
না মানুষের দল
ওদের নিয়েই আমার জগৎ
ওরাই মনোবল।
সব কিছুরই খবর রাখে
শোনায় কথকতা
এক লহমাও ফেরায় না মুখ
দরিয়া মাঝে মিতা।


[কুয়েত, ১৪ই নভেম্বর ২০১৯]
©চিন্ময়