[ টিয়ে ]


ছোট্ট আমার টিয়ে
আকাশ পানে চেয়ে,
আপনমনে গান গেয়ে যায়
বুঝিনা গায় কি যে।
দাঁড়ের পরে বসে টিয়ে
খেলত অনেক খেলা,
নাচতে নাচতে খেলার মাঝে
বয়েই যেত বেলা।
মনের সুখে থাকত দাঁড়ে
থাকতো নাকো দুখী,
বন্দী ও যে বুঝতোনা তা
ভাবতো খুবই সুখী।
কদিন হলো নাচ ছেড়েছে
হয়েছে বিমুখ গানে,
আকাশপানে তাকায় না আর
তাকায় শুধুই বনে।
খায়না কিছুই কদিন হলো
নেই মনে ওর সুখ,
অশ্রুসজল চোখে আমায়
জানায় মনের দুখ্।
দুঃখ দেখে পরম স্নেহে
শিকল দিলাম খুলে,
জানিয়ে বিদায় বনের দিকে
উড়ল ডানা মেলে।


©চিন্ময়


বিঃদ্রঃ পুরানো কবিতার খাতা থেকে....