[ত্রিধারা]


ঝমঝম ঝরে ঝর্ণার ধারা
পাহাড়ের কোল বেয়ে
অপরূপ রূপে মজি এ বিরলে
অপলক থাকি চেয়ে।
জলপ্রপাতের বারি রাশি রাশি
অমৃত কুম্ভে ঝরে
স্বচ্ছ তোয়'র পূর্ণ কুম্ভ
হাতছানি দেয় মোরে।
শুচি স্নানে মন করে আনচান
ঝাঁপ দিই সরোবরে
মননের গ্লানি দূরীভূত হয়
একেবারে চিরতরে।
শ্বেত বারিধারা শুচি করে দেহ
ধুয়ে দেয় যত তাপ
অবগাহনেতে সুখের আবেশে
মুছে যায় পরিতাপ।
উথলিত বারি তিনটি ধারায়
বহে চলে ভিন পথে
ভূধরের থেকে ভূধরের দিকে
আপনার মনোরথে।
ক্লেদ গ্লানি তাপ একে একে সব
বয় ত্রিধারার স্রোতে
আমার আমিকে খুঁজে পাই আমি
মুক্ত কালের স্রোতে।


[দুবাই, ২২শে অক্টোবর ২০১৯]
©চিন্ময়