[ তৃষা ]


যে প্রদীপ আমি জ্বালাতে চেয়েছি
পারিনি জ্বালাতে তারে,
অজানা ঝড়ের খেয়ালি মেজাজে
নিভে গেছে বারে বারে।
দৃঢ় মনোরথে চেয়েছি একেলা
আবার জ্বালাতে তারে,
গভীর তৃষায় খুঁজে গেছি আমি
দুহাত বাড়ায়ে তারে।
মনের প্রদীপ জ্বালিয়েছি শেষে
ঝড়কে আড়াল করে,
খুঁজেছি তাকেই চোখের তারায়
আকুলি হৃদয় ভরে।
অধরা থেকেছে নাগালের পিছে
যতই ডেকেছি তারে,
ফিরে এসে পুনঃ মিলেছে আবার
বেদনার বালুচরে।
মনের গভীরে একাকী বিরলে
তবুও খুঁজেছি তারে,
অতলেতে গিয়ে নাগালে পেয়েও
হারিয়েছি বারে বারে।
রাত শেষ হয় চরাচর জাগে
আঁধার মিলায় দূরে,
আলোর মালায় মননের গ্লানি
দূরে যায় সরে সরে।


[কুয়েত, ১৩ই এপ্রিল ২০১৮]
©চিন্ময়