[তৃষিত মায়া]


গোধূলির আলো ঝরে নীলাকাশ পটে
সন্ধ্যার তরঙ্গ মেশে তটিনীর তটে।
আঁধার ঘনায় ধীরে গুটি গুটি পায়
পড়ে থাকে অন্ধকার আকাশের গায়।
সেই যেন কবেকার মোহিনী মায়ার
আবরণ খুলে ফেলে নামে এ-আঁধার।
দৃষ্টিপথ ঢাকা পড়ে তৃষিত মায়ায়
অনুভবে পাই তারে দূর নীলিমায়।
শুনি তার আগমন বাতাসের ঘ্রাণে
নিভৃতে সেথায় মাতি মুখরিত প্রাণে।
একেলা জগৎ ভুলে কূলে বসে আমি
আঁধারেতে লুকোচুরি খেলাতেই নামি।
ছুঁতে চাই অনুভবে তারে বারেবার
অবুঝ নয়ন কোণে জমে বারিধার।
ঊষর মরুর বুকে শুকায় সে বারি
থেমে যায় সে আঁধার বালুকায় তারি।


[দুবাই, ১৫ই এপ্রিল ২০২০]
©চিন্ময়