প্রিয় পাঠক/পাঠিকা,


দীর্ঘ অনুপস্থিতির জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। ব্যক্তিগত কারণে দীর্ঘদিন কবিতার আসরের পাতায় আসা হয়ে ওঠেনি। এবার আশাকরি আবার নিয়মিত আসতে পারবো আগের মত। ইতি—
চিন্ময় মণ্ডল  


[উজান বেয়ে প্রেম]


তোমার মনে প্রশ্ন অসীম
বেদনা দেয় প্রাণে,
ভালোবাসার মানেটাকেই
হারাই ক্ষণে ক্ষণে।
ঝঞ্ঝা আসে উল্কা বেগে
চরণ টলোমলো,
শরীর জুড়ে উথাল-পাথাল
জীবন এলমেলো।
জীবন খোঁজে পাড়ের হদিস
অকুল দরিয়ায়,
জল থই থই ভুবন জাগে
রাতের কিনারায়।
কলম থামে নিথর সময়
উথল পারাবার,
চলার পথে অশনি হাসে
কেবল হাহাকার।
স্তব্ধ বাতাস নীরব ভুবন
কথায় পড়ে যতি,
অসীম মাঝে হাতড়ে ফিরি
স্বর্ণযুগের স্মৃতি।
সময় যেন বধ্যভূমি
থমকে থাকে কাল,
প্রেম-পিরিতি উজান বেয়ে
আজও খোঁজে তাল।


[দুবাই, ৭ই ডিসেম্বর ২০১৯]
©চিন্ময়