[উড়োচিঠি]


খোঁজ রাখো কি শরৎবাবু
তোমার মহেশ কোথায় আছে,
কেমন আছেন গফুর মিঁয়া
আমিনা-ই বা কোথায় আছে?
কেমন করে কাটাচ্ছে দিন
ঠিকমত কি জুটছে আহার
ফিরেছে কি কপাল ওদের
রয়েছে নাকি একই আঁধার?
বর্গীরা আজ কোথায় আছে
কে বোঝো আজ ওদের ব্যথা
এই শতকের দোরগোড়াতে
জানতে কি চাও ওদের কথা?
প্রশ্নগুলো যখন জ্বালায়
হিসাব কষি পাওনা দেনা
আঁধার দেখি সবখানেতেই
ষোলো আনা শুধুই দেনা।
লুট বিভেদের রাজনীতিতে
পুড়ছে কপাল সাধারণের
ভাবার সময় আজ এসেছে
হয়েছে সময় জাগরণের।
যদিও দেশ হয়েছে স্বাধীন
বিকাশ নামে বাজাচ্ছে ঢাক
গফুর মিয়াঁ সেই তিমিরেই
পাওয়ার খাতা চিচিংফাঁক।
ধর্মের নামে ছড়িয়ে বিভেদ
ধূর্ত লোভী ভণ্ড নেতায়
দেশকে ঠেলে পিছন পানে
স্বাধীনতার ফায়দা ওঠায়।
শরৎবাবু জানাই তোমায়
দমিয়ে বুকের জ্বালা ও ক্লেশ
অবহেলিত আজও গফুর
আমিনা আর সেই মহেশ।
সময় আসে চলেও যায়
হতাশা ছায় মনকে ঘিরে
রাজ্য পাটের হাত বদলেও
গফুররা সব সেই তিমিরে।


[দুবাই, ২৭শে জানুয়ারী ২০২০]
©চিন্ময়