[ উঠব উঠব করছি কিন্তু উঠতে পারছিনা ]


ভেবেছিলাম শোবার আগে
সকাল সকাল উঠতে হবে
জমা সব কাজ সারতে হবে
বাকিতো রবেনা...
উঠব উঠব করছি, কিন্তু উঠতে পারছিনা....


সারা সপ্তাহ কাজের চাপে
আশ মেটেনা ঘুমিয়ে রাতে
সপ্তাহ শেষে ঘুমের খাতে
ঘাটতি রবেনা...
উঠব উঠব করছি, কিন্তু উঠতে পারছিনা....


ভোরের রাতে স্বপ্ন দেখে
ঘুমটা কেমন হল ফিকে
স্বপ্ন ছিল শেষের দিকে
শেষ তো হলনা...
উঠব উঠব করছি, কিন্তু উঠতে পারছিনা....


স্বপ্ন যতই এলোমেলো
মনের মাঝে ভিড় জমালো
ঘুমের রেশও হালকা হল
ঘুম তো ভাঙলোনা...
উঠব উঠব করছি, কিন্তু উঠতে পারছিনা....


স্বপ্ন শেষ হয় স্বপ্ন আসে
মন মাঝে তার রেশ যে থাকে
আসা যাওয়া চলতে থাকে
সময় থামেনা...
উঠব উঠব করছি, কিন্তু উঠতে পারছিনা....


রোদের দেখা জানালা দিয়ে
কোমল পরশ প্রাণে বুলিয়ে
সকল হল দেয় জানিয়ে
ঘুমালে হবেনা...
উঠব উঠব করছি, কিন্তু উঠতে পারছিনা....


গায়ের চাদর সরিয়ে দিয়ে
এদিক ওদিক জরিপ করে
উঠব ভেবে পাশটি ফির
ওঠা তো হলনা...
উঠব উঠব করছি, কিন্তু উঠতে পারছিনা....


©চিন্ময় মণ্ডল