[ যুগাবতার ]


কালের যাঁতায় কি যে হয়ে গেল
দেশ গেল রসাতলে,
রাজা বলে "আহা বেশ বেশ বেশ
শান্তিতে দেশ চলে।
প্রগতিতে আজ ভেসে আছে দেশ
চোখ যায়নি কি তাতে?
চোপ রাও যত নিন্দুক-বাজ
মারবো সব'কে ভাতে।"
জেনে রেখো সব যে যেখানে আছো
মনেতে রেখো না দ্বেষ,
সেনাপতি আর উজিরই হোক
আমার কথাই শেষ।"
রাজার এ দেশে চলবে না বলা
তেনার ওপর কথা,
বিরোধিতা হলে মনে থাকে যেন
ধড়ে থাকবেনা মাথা।
রাজার হুকুম মানলে তবেই
সুখেতে থাকবে দেশে,
তেনাকেই জেনো অগতির গতি
থাকবে যে রশে-বশে।
রাজার কথাই সব সেরা বাণী
মন দিয়ে সব শোনো,
নড়ন চড়ন হলেই কিন্তু
বিপদ আসবে জেনো।
রাজার কথার বিপরীতে গেলে
হয়নাকো ঠাঁই দেশে,
প্রতিবাদী যত শায়েস্তা সব
সাদা পুলিশের বেশে।
একাধারে রাজা শিল্পী ও কবি
গায়ক নায়ক দামি,
তিনিই দেশের তারন কর্তা
তিনিই অন্তর যামী।
রবিকবি আর নজরুল বলো
কবি সুকান্ত দেশে,
তিনিই হলেন সেরাদের সেরা
নয়া অবতার বেশে।"


[কুয়েত, ৫ই জুন ২০১৯]
© চিন্ময় মণ্ডল