৪৯, তুই বড় নিষ্ঠুর। তুই পার্সি-মন্দিরের কাক-শকুন। শুদ্ধতার তারার ভিতর চিরদুঃখের ভ্রূণ।  ৪৯, বললাম তো, আমি সব হারিয়েছি, পেরিয়ে এসেছি তাই জৈবিকনিষ্ঠুরতায় নিষ্পেষিত কাতর এক হৃদপিণ্ডের মতন আবার দেহরুপ ধারণ করতে চেয়েছি। ৪৯, আমার চাই শ্বাস, বৃক্ষের মতন নিরীহ প্রশ্বাস। ৪৯, তুই চিরদুঃখের ভূমিকায় আমার অনন্ত অবতার।