আজ নির্মম, নিঃস্বার্থ এক গোবেচারা হওয়া ছাড়া কোন উপায় নেই আমার।
তাই অন্ধকারে ঢিল না মেরে, পুরাণের পথ না ধরে ঘরে বসেই কাটিয়ে দিলাম অলীক রাত।
কেউ কেউ আমাকে ভালোবাসে, কেউ করে ঘৃণা; তবে একটা বিষয় খুব সত্য
যখন দেখি দৃশ্যপট থেকে আমি হারিয়ে যাচ্ছি কোন এক আলাভোলা মুক্তিকামীর মতো।
হ্যাঁ শুনতে বড়ই দুঃখ লাগে যখন দেখি আমি বন্ধুদেরও কেউ নই, আবার কাছের মানুষদেরও।
তবুও ইচ্ছা জাগে প্রবল ভাবে, ভালোবাসি আমার যতো অনিবার্য, অথর্ব বন্ধুদের
মাঝে মাঝে বাথরুমে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে গালাগালিতেও কম যায় না,
এই প্রাচীন আত্মা; শুনে মৃত বন্ধুরাও কবর থেকে জেগে ওঠে।