আমরা কি হারিয়ে যাব, প্রচারবিহীন মানুষগুলো
আত্ম-প্রচারকদের ঢোলের বারিতে ক্লান্ত জনপদ।
ভারতের কুহুক চৌধুরী ও বাংলাদেশের সৌম্যের
মিল বন্ধনে যুক্ত হল আরেকটি তেল সমাতির দিন।
ইহাতে আমরা শিখিতে পারলাম কাহাকে, কিভাবে,
কোন সময়ে তেল মারিতে হয়। কুহুক চৌধুরীর
দরাজ কণ্ঠ, ছাই করে দিল বুঝি বাংলাদেশের গর্ব!
নানা একদমই নয়, বরং তাহারা দুজনেই একসাথে
উড়িয়ে দিল টিনের ছাউনি দেয়া ঐতিহ্যবাহী ঘর।
কিন্তু আমাকে কেন টানিলে সেখানে, হে সৌম্য আর্য
আমি যে এক অসহায় কবিতার রাজ্যের এলিয়ন কুশীলব।