আলোর মেলায় নতুন বছর আসে
বাঙালীপনায় ফিরে আসে শ্রী-কৃষ্ণ,
তাঁর বাঁশীর সুরে ক্রম-বাড়ন্ত মায়াজাল
সবিই আছে আবার কোনকিছুই নেই যেন।
বিষ্ণুর নিঃশ্বাসে টালমাটাল মঙ্গল, আবার
প্রশ্বাসে চিরসবুজ অরণ্যে ভরপুর নিখিল।
তুমি, আমি সবিই আছি আবার ঘুরছি শুধু
স্মৃতির কালবৈশাখীর ঝড়ে। তাই আজ
আকাশ জুড়ে মেঘ নামুক, বৃষ্টি ঝরুক
সাথে ব্যাঙের গোঙানিতে আরও অর্থবহ
হয়ে উঠুক বাঙালীর নতুন বছর।