আমাদের মামারা শঙ্খ নিয়ে ঘুরে
পিতার তৈরি মাঠে তারা গরু গুনে গুনে দেখে।
আকাশ জুড়ে তাদের কেবল খ্যাতির প্রেরণা
ভাগ্নে-ভাগ্নির কীর্তি দেখলে বেড়ে যায় বেদনা।
আমাদের মামারা সবাই দীর্ঘজীবন পাবে
হৃদয় তাদের থাকবে পরে সঙ্কীর্ণতার আঁচে।
শিল্পসাহিত্য মানুষের মৌলিক অধিকার
সেটা ভুলে করছে তারা অমূলক অবিচার।
আমাদের দেখলে মামাদের হিংসে জাগে
তা তাদের খোঁচা কথায় প্রায়ই ফুটে ওঠে।
কিন্তু তাদের দেখলে আমার বড়ই মায়া লাগে
কোন অভিশাপে মামারা আজ এতো নিষ্ঠুর হলে?
তাই বাংলা সাহিত্যের চরণে পড়িয়া করি এই মিনতি
দাও তাদের এই জগতের নোবেল হিংসার স্বীকৃতি।