আমার অদেখা যতো সুখ
আজ অতি নিকটে।
আজ তারা কাগজের উল্টো প্রান্তে
দুঃখ হয়ে ভাসে।
আজ আমার সকল অদেখা তারা
মাথার ভিতরে ঘোরে,
মহাকাশে জন্মানোর আগেই তারা
মগজের নিউরন হয়ে ফোটে।
আজ আমার স্বপ্ন আর দুঃস্বপ্ন
বালি আর সিমেন্টের মতন
মিলেমিশে একাকার।
আজ আমার জন্ম-মৃত্যু-জন্মান্তর
যেন খই হয়ে ফোটে
অসীম শূন্যতার ডায়নামোতে!