আমি যতো বুড়ো হচ্ছি,
আর অবাক হয়ে দেখছি শুধু কৈশোরে আটকে থাকা এক ঝাঁক বন্ধুর দল
যাদের প্রাপ্তি হচ্ছে বিশাল্কায় ডাইনোসর সদৃশ চর্বিযুক্ত শরীর,
আর কিছু সামাজিক বৈভব ও স্বীকৃতি।
আর আমি অবাক হয়ে ভাবছি,
কি করে তারা এতোটা গোবেচারা হল?
যখন তাদের আবেগ কেবল ধীরে ধীরে বর্ধিত হয়
পৈত্রিক বিশ্বাসের উত্তরসূরিতায়
অযৌক্তিক আরব্য উপন্যাসের মতন।