আমি খুব দুঃখিত আমার কবি বন্ধু
কারণ আমি অতি তুচ্ছ বিষয় নিয়ে কবিতা লিখি।
আমি খুব অনুতপ্ত যে আমি যা লিখি
তা আসলে আমার সহজতার ছায়ামাত্র।
তার মানে দাড়ায় হয় আমি সত্যসন্ধানী
কিন্তু যথেষ্ট ভীত পারিপার্শ্বিকতার চৌহদ্দিতে।
অথবা আমি জীবনকে বেছে নিয়েছি
স্রেফ নরম-আরামদায়ক এক কেদারা হিসেবে।
আমি খুব দুঃখিত আমার কবি বন্ধু
কারণ আমি অতি তুচ্ছ বিষয় নিয়ে কবিতা লিখি।