আমি কি চিৎকার করে বলবো,
আমি দুঃখ পাই।
নাকি পাথরের মতো সয়ে যাবো,
সকল দুঃখ চিরকাল।


আমি কি বাস্তবতা স্পর্শ করে যাবো
সর্বদাই।
নাকি বাস্তব ঘটনা দেখে দেখে
অনুভূতির গবেষণাগার বসাবো
নিজের ভিতর।


তারপর সময় এলে
সেটা ভেঙ্গে কবিতা লিখবো,
মানুষ আর অমানুষের জন্যে।