আমি কতবার বললাম, আমার আমিত্বে আর আঁচর দিও না।
এটার অস্তিত্ব গড়ে উঠেছে ধীরে ধীরে ইটখোলার আগুনে।
তুমি চাইলেও তোমার আদলে রূপান্তরিত করতে পার না তাকে।
প্রয়োজনে আমি আবার একা হবো তারপর না হয় "আমি"-কে বিসর্জন দেব।