যখন আমি আত্ম-মনঃসমীক্ষণে আত্মনিয়োগ করি
তখন জীবনটা দখিনা বাতাসে দুলে ওঠে আনন্দে।
আর ভাবি, এই জীবনে আমি কিছুটা পরাজিত হলেও
আমার অর্জন কিন্তু কম নয়, অন্তত এই আমি অনেক
বেশি মুক্ত।
প্রথমে বলতে হয়, পুরোপুরি যৌথ বিশ্বাস থেকে মুক্ত,
কিছু দোষত্রুটি থাকলেও আমি একজন এন্টাই-নারসিসিস্ট।
সমাজের মানুষরা যখন দলবদ্ধ ভাবে দিবাস্বপ্নে মগ্ন
তখন আমি অন্তত পাখির মতন ভাসন্ত, ঘুরিফিরি
হাজার বছরের ইতিহাসের ভিতর আর নিজেকে নিয়ে
ভাবি সামান্যই।