বাবারা সবই পারে
সন্তানের জন্য ভিক্ষার ঝুড়ি নিয়ে রাস্তায় নামতে পারে।
আবার এই বাবারাই হঠাৎ একা হয়ে পড়ে
সন্তান যখন মায়ের হাত ধরে অনিশ্চিতে পারি জমায়।
তখন এই বাবাদের আর কিছুই করার থাকে না
রাস্তার কুকুরের মতন হন্য হয়ে ঘুরাফিরা ছাড়া।
বাবা-কুকুর ছানাদের ছেড়ে কু-শ্যালয়ে যেতে পারে
কিন্তু মানুষ-বাবা শুঁড়িখানায় মাতাল হয়ে
কেবল সন্তানের কথা ভাবতে থাকে।