সাধারণত শীত আসলেই
মাথার ওপরে জমে থাকা
হাজার দশেক ব্যাঙের ছাতা
পরিবর্তিত হয় পদ্মফুলে।
কিন্তু এবার শীত
তেমন কোন বার্তা বয়ে আনল না
শুধু একখানা চরম দুঃখময় প্রেমপত্র বাদে।
প্রেমপত্রটি আর কারো নয়
স্বয়ং বাড়ীওয়ালার,
বিল্ডিং ভাঙার প্রকল্পে বাসা ছাড়ার নোটিশ।
এক নোটিশেই আমি দিব্যি
কচ্ছপ থেকে বলদে রূপান্তরিত হলাম।
আর যতো বাসাই দেখি
তখন কেবল মনে পড়ে যায়
বর্তমান বাসার প্রেমময় মুখের কথা।
আহ তাকে ছাড়া
অন্য আরেকটি বাসাকে
নতুন করে ভালবাসতে হবে আমাকে?
ভাবতেই কষ্ট লাগে, হঠাৎ করে!