দখিনা বাতাসে আজ স্বপ্নরা ছুটে চলে
কোন এক অজানা মহাদেশে।
সেখানেও প্রকৃতি গজায়
তবে সবুজ নয় নীলাভ-বেগুনি হয়ে।
সমাধির ভিতর নিজের ভবিষ্যৎকে দেখি
এক অদ্ভুদ সুন্দর মানুষরূপে।
সেখানে সবাই হোমো-সেপিয়ান নয়
বরং দিগুণ হোমো-সেপিয়ান।
উত্তাপহীন সূর্য তবে ল্যাম্পোস্টের মতন
আলো ছড়ানোতে ব্যস্ত সারাদিন।
বারবার ঘুরিফিরি সেই জগত
ইচ্ছে করে সারাদিন সেই জগতেই ডুবে থাকি,
তবে এই জগতের তেল-নুন কে যোগাবে?
বেঁচে আছি যখন হোমো-সেপিয়ানদের মাঝে
পরাজিত নিয়ান্ডারথাল হয়ে!