বিচ্ছেদের মধুরতায় তুমি অন্যপথ বেছে নিয়ো না, কবি।
প্রয়োজনে শুঁড়িখানার আবছা আলোয়়
মিশে পড় স্মৃতির কুয়াশায়,
রেলপথের সর্পিলসুখ
অথবা ভেঁপুর গোঙানি
উদাস কবি জানে, শেষ বয়সে এসে
পৃথিবী কেন ঘোরে?
কারণ তার উপলব্ধি তাকে নিয়ে চলে মৃত্যুসুখে।
বিচ্ছেদের মধুরতায় তুমি অন্যপথ বেছে নিয়ো না, কবি।


যদিও স্বচ্ছ প্রেমিক জানে প্রিয়তমাই মানুষের একমাত্র আলো,
তবুও সে বোঝে, সবকিছু ফুরিয়ে যাওয়ার  আগে।
বিচ্ছেদের মধুরতায় তুমি অন্যপথ বেছে নিয়ো না, কবি।


দুর্গম কবি বোঝে, প্রেম শুধু নিষ্ঠুরতার বুকে আঁকা হায়েনার দাঁত;
চকচকে, লেপটে যাওয়া, ক্ষয়ে যাওয়া সাল্ভাদর-দালির আনন্দ,
তবুও সেও নৌকায়় চড়ে
পালতুলে বাসরের আশায়
শেষ বয়সে ।
বিচ্ছেদের মধুরতায় তুমি অন্যপথ বেছে নিয়ো না, কবি।


আর দুঃখী প্রেমিক জানে, প্রেম হল শুধু মনের খেলা,
তাই সে মনের দুয়ারের কোলাহলে আপ্লুত না হয়ে
নিজেকে ছড়িয়ে  দেয় সত্য সন্ধানে।
বিচ্ছেদের মধুরতায় তুমি অন্যপথ বেছে নিয়ো না, কবি।


আজ শেষ বয়সে, হে আমার প্রমুখ প্রেমিক,
ঘুড়ি ওড়ানোর স্বপ্ন ছেড়ে
তুমি কী এপিটাফের কথা ভাববে না,
হে আমার প্রশান্ত পবিত্রপ্রেম,
ইতিহাসের পাতায় কতো প্রেম ঝরে পড়ে অনাদরে।
বিচ্ছেদের মধুরতায় তুমি অন্যপথ বেছে নিয়ো না, কবি।