বিকাশের টাকা আসছে উড়ে
ভাবছে বসে দোকানঘরে,
চাল, ডাল আর নুন কিনতে
মানিব্যাগে রক্ত ঝরে।
বৃষ্টি নামে খেলার ছলে
কালো মেঘে আকাশ ছাপে,
দোকানঘরে ঠাই নাই তাই
পথচারীর হট্টগোলে।
দোকান মালিক প্রশ্ন করে
আর কতক্ষন অপেক্ষা তবে?
মাহমুদ মিয়া হেসে বলে
এই যে বিকাশ ঢুকল সবে।